অতিরিক্ত
হস্তমৈথুনে অভস্থ্য হয়ে পরে সাময়িক এর জন্য আনন্দে
মেতে উঠে নিজেকে শেষ করে দিচ্ছেন। তবে
আপনি কখনো কল্পনা করতে পারছেন না যে আপনার
সাময়িক এর আনন্দময় সময়টার
জন্য আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলছেন। কি বিশ্বাস হচ্ছে
না তো –
তাহলে চলুন যেনে নেওয়া যাক অতিরিক্ত হস্তমৈথুনের/মাস্টারবেশনের কারণে কী কী সমস্যা
হয়ঃ
আমরা
প্রতিনিয়ত অল্প বয়সে মোবাইল ফোন হাতে পেয়ে যাই যার মাধ্যমে আমরা বিভিন্ন পর্ণগ্রাফি এবং বিভিন্ন প্রকার যৌন কর্মক্রিয়া এর উপর আসক্ত
হয়ে পরি অথবা আমরা বিভিন্ন সহপাঠীর মাধ্যমে আমরা এগুলো খুব সহজেই পেয়ে যাই যার মাধ্যমে আমরা এগুলোর মাধ্যমে হস্তমৈথুন অথবা
মাস্টারবেশন
এ আসক্ত হয়ে পরি।
অল্পবয়সেই
হাত মারা শুরু করে দিই কখনো কি একবার ভেবে
দেখেছি এই অল্প বয়সের
হস্তমৈথুনের/মাস্টারবেশনের কারণে আমাদের শরীরে সিমেন বা শুক্রানূর মাত্রা
কমে যায়। আর সিমেন এর
মাত্রা কমে যাওয়ার কারনে আমরা ভবিষ্যৎ এ বিভিন্ন সমস্যার
সমুক্ষীন হয়ে পরি।
হস্তমৈথুনের অথবা মাস্টারবেশনের কারণে ক্ষতিকর দিক গুলি:
১। অতিরিক্ত
এই খারাপ অভ্যাসের ফলে ধীরে ধীরে একটি পুরুষ নপুংসকতা হয়ে পরে। নপুংসকতা হলো একটি পুরুষের শরীরে ধীরে ধীরে শক্তি রোধ হয় মানে ধীরে
ধীরে শরীর দূর্বল হয়ে পরে। ফলে যে যেকোন কর্মক্রিয়ায়
ব্যার্থ হয়ে পরে।
২। অতিরিক্ত
হস্তমৈথুনের ফলে ব্যক্তি যৌন সঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে পরে। মূলত অকিরিক্ত হস্তমৈথূনের ফলে ব্যাক্তি তার ভবিষ্যৎ এ যৌন কর্মক্রিয়ার
ব্যার্থ হয়ে পরে তার স্ত্রী কে সম্পুর্ণ রূপে
তৃপ্তি দিতে ব্যার্থ হয়ে পরে।
৩।
অতিরিক্ত
হস্তমৈথুনের কারনে খুব অল্প সময়ে বীর্যপাত ঘটে ফলে সে তার প্রিয়জন
কে তৃপ্তি দিতে ব্যার্থ হয়ে পরে। স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না।
৪। বর্তমানে
সাময়িকের আনন্দলাভের জন্য ভবিষ্যৎ এ স্বামী এবং
স্ত্রীয়ের সম্পর্ক বেশী দিন স্থায়ী হয়ে ওঠে না।
৫।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির শরীরের শুক্রানুর সংখ্যা কমে যায় একজন স্বাভাবিক পুরুষের শরীর থেকে ৪২ কোটি শুক্রানু
বের হয় । অতিরিক্ত
হস্তমৈথুনের কারনে শুক্রানুর সংখ্যা কমে যায় ফলে তার স্ত্রীর সাথে মিলনের পর তার বীর্জ
গমন করে তখন তার শরীরে শুক্রানুর সংখ্যা কমে আসে ফলে সে সন্তান জন্ম
দিতে অক্ষম হয়ে পরে।
৬।
সাস্থ্যবিজ্ঞানের মতে একজন পুরুষের শরীর থেকে যদি ২০ কোটির কম
শুক্রানু বের হয় তাহলে সে
সন্তান জন্ম দিতে অক্ষম হয়।
৭।
অতিরিক্ত
হস্তমৈথুনের কারনে যৌনাঙ্গ ধীরে ধীরে দূর্বল হয়ে পরে এবং তার অঙ্গের নানারকম ক্ষতিগ্রস্থ হয় তার শরীরে
আমিষের অভাব হয়ে পরে শরীর ধীরে ধীরে দূবর্ল হয়ে পরে।
৮।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়।
৯।
অতিরিক্ত
হস্তমৈথুনের কারনে ব্যাক্তির চোখের ক্ষতি হয় ধীরে ধীরে
সে চোখে কম দেখে।
১০।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির স্মরনশক্তি কমে যায় এবং তার সমুক্ষী কিছু ঘটলেও তার মনে রাখতে অক্ষম হয়ে পরে।
১১।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির সামান্য উত্তেজনায় তার যৌনাঙ্গ দিয়ে তরল পদার্থ বের হয়।
১২।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির শারিরীক ব্যাথ্যা অনুভব করে।
১৩।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির মাথা ঘোড়া এবং শরীর ভার হয়ে পরে।
১৪।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির ঘুম ঘুম ভাব হলেও সে যদি ঘুমায়
তাহলে তার ঘুম ধরেনা।
১৫।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির কারনে খাবার হজম প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হয় এবং খাদ্য
নানাপ্রকার সমস্যা দেখা দেয় ।
১৬।
অতিরিক্ত হস্তমৈথুনের কারনে ব্যাক্তির কানে কম শোনে।
অতিরিক্ত
হস্তমৈথুনের ফলে এই সকল ক্ষতিগ্রস্থ
হয়ে পরেন। তাই
নিজেকে সুস্থ্য রাখতে এগুলো সব থেকে নিজেকে
দুরে রাখুন এবং নিজেকে সুস্থ্য রাখুন। এটির মাধ্যমে একটি পুরুষ তার নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করে দেয় তাই নিজেকে এগুলা থেকে দুরে রাখুন। এর
থেকে নিজেকে নিয়ন্ত্রন না করতে পারলে
ডাঃ এর সাথে যোগাযোগ
করুন এবং আপনার সমস্যার কথা খুলে বলুন। এর থেকে মুক্ত
পেতে নিজেকে কাজে ব্যাস্থ্য রাখুন এবং বন্ধুদের সাথে আড্ডা দিন একা কম থাকুন।
আশাকরি
আমরা বোঝাতে পেরেছি অতিরিক্ত হস্তমৈথুন এর কারনে কী
কী ক্ষতি হতে পারে।
0 Comments