আপনারা অনেকেই চুল নিয়ে বিভিন্ন সমস্যার সমুক্ষীন হচ্ছেন অনেকেরই হঠ্যাৎ চুল পরে যায় এবং বিভিন্ন কারনে চুল পেকেও যায়। আজকে আমরা সুন্দর ভাবে আলোচনা করবো কিভাবে এবং কি কারণে চুল পরে যায় আর কিভাবে প্রাকৃতিক ভাবে চুল কালো করার উপায়। আর সেটা শুধু প্রাকৃতিক উপাদান দিয়ে।

 

তাহলে চলুন আজকের টিপস টি শুরু করা যাক-Natural Health Tips

 

Natural-Health-Tips

চুল পেকে যাওয়ার মূল কারণ-Natural Health Tips :-

ক.        যারা ঠিক মতো খাওয়া-দাওয়া করে না।

খ.         অসময়ে বাহিরে যেতে হয় এবং রোদের মধ্যে থাকার কারনে চুল পেকে যেতে পারে।

গ.         খুব বেশি পরিশ্রম করা।

ঘ.         বিভিন্ন প্রকার চিন্তা ভাবনা করার কারণে আপনার চুল পেকে যেতে পারে এবং পরেও যেতেও    পারে।

ঙ.        স্বাভাবিকের তুলনায় বেশি পরিমান ভাজা-পোড়া খাবার গ্রহনের ফলে চুল পেকে যেতে পারে।

 

আমরা হয়তো যেনে গেলাম কি কি কারণে মূলত চুল পেকে যায়। তাহলে চলুন যেনে নেয়া যাক খুব সহজেই প্রাকৃতিক ভাবে চুল কালো করার উপায়।

 

কিভাবে মাত্র ৭দিনের মধ্যে সাদা চুল প্রাকৃতিক ভাবে কালো করার উপায়-Natural Health Tips:-

 

১.         দুই থেকে তিনটি আলু নিয়ে তার খোসা ছাড়িয়ে নিন।

২.         ঐ আলুর খোসাগুলো একটি পাতিলে কিছু পানি নিয়ে তার মধ্যে খোসাগুলোকে খুব ভালো করে            ২০ থেকে ৩০ মিনিট ফুটিয়ে নিন।

৩.         তারপর চুলা থেকে নামিয়ে নিন ২০ থেকে ৩০ মিনিট পর আলুর খোসা ও পানিটাকে আলাদা     করে নিন।

৪.         পানিটাকে আলাদা করে নিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে নিন।

৫.         যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন ৫-৬ চামচ আলাদা করে নিনি করে একটি পরিস্কার পাত্রে    রাখুন এবং এর সাথে ৩ চামচ নারিকেল তেল যুক্ত করুন।

 
উপকরনটি ব্যাবহারের নিয়ম-Natural Health Tips:-

ü  প্রথমে মাথার চুল ভালো করে পরিস্কার করে নিন। পরিস্কার হলে আপনার মাথাটি ভালো করে শুকিয়ে নিন।

ü  মাথার চুল শুকিয়ে নিয়ে তেল ও আলুর খোঁসার পানির মিশ্রনটি খুব ভালো করে লাগিয়ে নিন এবং ৩০-৩৫ মিনিট লাগিয়ে নিন।

ü  এমন ভাবে লাগাবেন যাতে আপনার চুলের প্রতিটি গোড়া লাগাবেন যাতে আপনার চুলের প্রতিটি গোড়ায় এবং আপনার মাথার ত্বকের খুব ভালো করে পৌছায়।

 

আপনার যদি এই মিশ্রনটি পরপর ৭দিন ব্যবহার করেন দেখবেন আপনার সাদা চুল কালো হয়ে যাবে এবং যদি আপনি পরপর ১ মাস ব্যবহার করেন তো আপনার মাথার চুল তো কালো হবেই সাথে সাথে আপনার মাথার নতুন চুল গজাতে সাহায্য করবে এবং আপনার চুল হবে সুন্দর মশ্রিন ও কালো।

 

 

নিত্য নতুন স্বাস্থ্য টিপস এবং সেবা পেতে আমাদের সাইটির সাথেই থাকুন এবং আপনার কোন সমস্যা থাকলে আপনি আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন।

আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ।