আমরা অনেক
সময় অনেক ব্রণ বা মুখের কালোদাগের উপর আক্রন্ত হয়ে পরি। আর এই দাগগুলো আমাদের সৌন্দর্য
কে নস্ট করে দেয়। আমাদের বাচ্চাদের সাধারনত গাল গুলো নরম ও মসৃন থাকে আর আমরা অনেক
সময় চিন্তা করি বাচ্চাগুলোর মতো যদি আমাদের গাল গুলো হতো।
আজকে আমরা
আলোচনা করবো কী কারনে আমাদের মুখে কালো দাগ
আর শক্ত হয় আর প্রাকৃতিক উপায়ে আপনার গাল দুটিকে করে তুলুন শিশুদের মত নরম ও গোলাপি
কী কারণে মুখে কালো দাগ আর শক্ত হয়ে থাকে-Health Tips in Bangla
- বাহিরে থেকে বাসায় এসে মুখ না ধোয়ার কারণে হতে পারে।
- শারীরিক ও মানসিক চিন্তার কারণে হতে পারে।
- পর্যাপ্ত পরিমান ঘুম না হওয়ার কারনে হতে পারে।
প্রাকৃতিক উপায়ে আপনার গাল দুটিকে করে তুলুন শিশুদের মত নরম ও গোলাপি-Health Tips in Bangla
১. প্রতিদিন আপনি কাজ বা বাহিরে থেকে বাসায় ফেরার
পর মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর এটি
সাময়িক না সর্বক্ষনের জন্য অভ্যাস করুন।
২. লেবু কেটে মুখের সম্পূর্ন জায়গায় ভালো করে
ঘষুন এবং এটি ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ৭দিন ব্যাবহার করুন।
৩. এলোভ্যরা জেল এবং মধু একসাথে ভালোকরে একটা
পেস্ট তৈরি করে নিন। ঘুমানোর আগে এটি মুখের চার পাশে ভালো করে মেখে ১৫ মিনিট পর ঠান্ডা
পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে ২ বার ব্যাবহার করতে পারেন।
৪. চালের কুড়ি ২ চা-চামচ, বেসন ১ চা-চামচ, লেবুর
রস ১ চা-চামচ, দুধ ২ চা-চামচ এবং পানি ২ চা-চামচ এই উপাদান গুলো দিয়ে একটি ভালো মানের
পেস্ট করে নিন। রাতে ঘুমানোর এক ঘন্টা পূর্বে এটি সম্পূর্ন মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন
তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩বার আপনি এটি ব্যাবহার করতে পারেন।
এই ৪ টি টিপস
এর মাধ্যমে নিজেকে আকর্ষনীয় করে তুলুন এবং আপনার শরীরের যত্ন আপনার কাছে। আর একজন আকর্ষনীয়
পুরুষ এবং মহিলা সৌন্দর্য একেক জনার কাছে অন্যতম।
2 Comments
Thanks for your post
ReplyDeleteঅনেক অনেক ধন্যবাদ ম্যাম।
Deleteনিত্য নতুন স্বাস্থ্য-বিষয়ক পোস্ট আর স্বাস্থ্য-বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন। :)