শীতের শুষ্কভাব থেকে হাত ও পা কেমন জানি নিজেকে লাগে আর আমরা অনেকেই চাই আমরা যদি কোমল ও মশৃন হাত ও পা তৈরি করে নিতে।


শুষ্ক-ঠাণ্ডা মৌসুমে মুখের ত্বকের প্রতি যত্নশীল হলেও হাত ও পায়ের যত্নের ব্যাপারে অনেকেই উদাসিন থাকেন। 

Hand and leg carelessly


তাই আজকে আমরা কিছু ঘড়োয়া টিপস শেয়ার করবো যার মাধ্যমে খুব সহজেই কোমল ও উজ্জ্বল হাত পা তৈরি করে নিতে পারবো।


তাহলে চলুন শুরু করা যাকঃ 


১. থালা বাসন ধোয়ার সময় গ্লাভস পরা: সাবানের রাসায়নিক পদার্থ ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে শুষ্ক করে ফেলে। বিশেষ করে শীতকালে আমাদের ত্বক এমনিতেই রুক্ষ হয়ে থাকে তাই এই ধরনের কাজের সময় গ্লাভস পরলে রক্ষা পাওয়া যায়।


২. রাসায়নিক উপাদানহীন প্রাকৃতিক স্ক্রাবার: ত্বক পরিচর্যায় স্ক্রাব বা ঘষা গুরুত্বপূর্ণ। এটা মৃত কোষ দূর করে। আর এর ফলে ত্বক নরম ও মসৃণ হয়। হাত ও পায়ে স্ক্রাব ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন খুব বেশি জোরে ঘষবেন না। কারন অতিরিক্ত মাত্রায় কোন কিছু করাই ঠিক না।


৩. পা ফাটা দূর করতে: অযত্নের কারণে গোড়ালি ফাটা দেখা দেয়। তাই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে ঝামাপাথর দিয়ে ফাটা স্থান ঘষে নিতে হবে। অথবা আপনি চাইলে পায়ে স্ক্রাবার ব্যবহার করা করতে পারেন, এতে মৃত কোষ দূর হবে। 


৪. বিভিন্ন প্রকার ত্বক মসৃন করার ক্রিম ব্যবহার করতে পারেন এর মাধ্যমে আপনি আপনার পা এবং হাত কে মসৃন করে তুলতে পারবেন। আমাদের বিশেষ করে শীতকালে এইটা নজরদারি করা উচিত। আর ভালো ফলাফলের জন্য ক্রিম ব্যবহারের পরে পায়ে মোজা পরে ঘুমান এবং পা ঠিক না হওয়া পর্যন্ত এই পদ্ধতি অনুসরণ করুন।


৫. গোসলের সময় নিয়মিত ভাবে পা ঘষামাজা করুন। এতে পা মসৃণ থাকবে।   



আরেকটি উপায় হল- ফেইস প্যাক হাতে ও পায়ে লাগিয়ে কয়েক মিনিটের জন্য পেঁচিয়ে রাখা। তারপর ভালোভাবে ধুয়ে নেওয়া। তবে এত কিছু করার দরকার নেই স্বাভাবিক ভাবে উপরের টিপস গুলো ফলো করুন অনেক অনেক উপকৃত হবেন।