আমরা সকলেই
জানি পুরুষের সিমেন মানে বীর্জতে ৪০ কোটি শুক্রানু বিরাজ করে। আর স্বাভাবিক কারনে পুরুষের
শরীরের বীর্জের গুনগত শুক্রানুর মান না থাকলে সে সন্তান জন্ম দিতে অক্ষমতা হয়ে থাকে
আর বিভিন্ন কারনে একজন পুরুষের শরীরে বীর্জের মান কমে যেতে পারে তাই আজকে আমরা আলোচনা
করবো কী কারনে একজন পুরুষের দেহে বীজের গুনগত
মান কমে যায় আর এর থেকে মুক্তি পাবার বা এই সমস্যা দূর করার উপায়।
কি কারনে বীর্জের মান কমে যায় বা কী কারনে একজন পুরুষের বীর্জ পাতলা হয়ে যায়ঃ
i.
বীর্জ
পাতলা হওয়ার মূল কারন হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন এ আসক্ত হওয়া। আর হস্তমৈথুনের কারনেকী কী ক্ষতি হয় আর এর থেকে মুক্তি পাবার উপায় ঘড়োয়া উপায়ে এই বিষয়ে আমাদের ২টা পোস্ট
করা আছে আপনি চাইলে পরে নিতে পারেন।
ii.
ঘুম
কম হওয়ার কারনে।
iii.
অতিরিক্ত
চিন্তা এর কারনে ।
iv.
মানসিক
বা শারীরিক চাপ এর কারনে।
বিজ্ঞানীদের
মতে সাধারনত বিশেষ ভাবে এই সমস্যাগুলোর কারনে হয়ে থাকে তবে কিছু ঘড়োয়া উপায়ে এই সমস্যা
কিছুদিনের মধ্যেই দূর করা সম্ভব।
তাহলে
চলুন যেনে নেয়া যাক,
বীর্য ঘন করার খাবার ও উপায়ঃ
১. রসুনঃ এটি একজন পুরুষের যৌন চাহিদা কে দ্বিগুন
করে দিতে পারে যদি সে নিয়মিত রসুন খেয়ে থাকে। প্রতিদিন ২ কোয়া রসুন কাচায় চিবিয়ে খেয়ে
ফেলুন এবং এই রসুন খাওয়ার ১৫ মিনিট পরে যদি আপনি গরম পানি বা দুধ খেতে পারেন তাহলে
আপনার বীর্জ ভাড়ি করার ক্ষেত্রে অন্তত্য উপকারী। আর রসুন নিয়মিত খাওয়ার ফলে আপনার শরীরে
রক্তচাপ বৃদ্ধি পায় যার ফলে আপনার স্ত্রী এর সাথে দীর্ঘক্ষন সহবাস করতে পারবেন।
২.
ইসুবগুলের ভুসিঃ প্রতিদিন ঘুমানোর আগে আপনি ইসুবগুলের ভুসি পানি দিয়ে এক
গ্লাস খান। ইসুবগুলের ভুসি একজন পুরুষের শুক্রানু বৃদ্ধি করার জন্য অনেকটাই উপকারী।
আর আপনি এইভাবে নিয়মিত ৭ দিন খেলেই আপনি নিজেই অনুভব বা উপলব্ধি করতে পারবেন।
৩. দুধ, ডিম ও মধু: আমরা সকলেই জানি বা ডাঃ এর মুখে শুনে থাকবো পুষ্টিকর খাবার
দুধ ডিম ও মধু। আর এই দুধ ডিম ও মধু নিয়মিত খেলে আমাদের বীর্জের মান উন্নত করে এবং
বীর্জ ঘন করে থাকে। আর আপনি বিশেষ করে যদি বিবাহ করে থাকে তাহলে ৭ দিন ঘুমানোর আগে
আপনি মধু এবং দুধ খাবেন এবং প্রতি ৭ দিন সকালে একটা করে সিদ্ধ ডিম খাবেন আর এই ৭ দিন
আপনাকে সহবাস হতে বিরত থাকতে হবে আর যারা অবিবাহিত তারা তো হস্তমৈথুন করে থাকে তাদের
কে বলছি আপনার শরীরের সুস্থ্যতাই আপনাদের কাম্য এটি অন্তত্য ৭ দিন বন্ধ করে দিন। আর
এই ৭ দিনের মধ্যেই নিজের মধ্যে লক্ষ করতে পারবেন।
কিছু অন্য রকম খাবার নিয়ে আলোচনা করবো যা আপনার শারীরিক দূর্বলতা এবং বীর্জ খুব শীগ্রই ঘন করে দিবেঃ
নাম
|
বিশ্লেষন
|
বেল
|
আপনার শারীরিক উত্তেজনা বৃদ্ধি করে এবং বীর্জ ঘন করে
থাকে। আর আপনি প্রতিদিন বেলের পাতার রস করে চা বানিয়ে খেতে পারেন খুব উপকার হবে আপনার
শারীরিক সমস্যার।
|
কলমি শাক
|
কলমি শাক আমরা সাধারনত প্রায়ই খাই। কলমি শাকের রসের ৩
চা চামচ আর সাথে আমরা যদি অশ্বগন্ধার মূলের গুড়া (কবিরাজী দোকানে পাওয়া যায়) আর
![]() |
শিমুল
গাছ
|
শিমুল গাছের শিকর বেটে দিরে ২ বেলা মাত্র ১২ দিন খেলে
আপনার বীর্জ গাঢ় হবে এবং আপনার লিঙ্গ অনেক শক্তিশালী হবে।
|
আমাদের
উপরের যে কোন একটি পদ্ধতি অনুসরণ করে নিয়মিত
ওষুধ খেলে বীর্য গাঢ় হবে ১০০%। আর আমাদের পদ্ধতির অনুযায়ী চলার ১ মাসের মধ্যে স্বামী
স্ত্রীর মধ্যে মিলন হবে অটুট, মনে আসবে শান্তি এবং টাকা বাঁচবে, বাঁচবে সময়ও।
আর আপনার
এই পোস্টটি কেমন লাগলো আমাদের মতামত দিন এবং নিয়মিত স্বাস্থ-সেবা পেতে আমাদের সাথে
Connected থাকুন।
ধন্যবাদ।
0 Comments